ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখছে সরকার: মুজিবুল হক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

কুমিল্লার চৌদ্দগ্রামে হাজী জাফর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। ভালো রেজাল্ট করলে স্কুল ও পরিবারের সুনাম বৃদ্ধি পায়। এতে তোমরা ভালো স্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম অক্ষুন্ন রাখবে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা খাতে সরকারের নেয়া সকল পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। শিক্ষার মানোন্নয়নে প্রতিটি প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে সরকার। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমু উল্লাহ্ বাবুল, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন  চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ ও উপজেলা যুবলীগ নেতা কাজী আবুল কালাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী জাফর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ভিপি ফারুক হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কাজী ফখরুল আলম ফরহাদ, গোলাম মোস্তফা, এ কে খোকন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, কামাল হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আরশ মজুমদার, কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল, হাসান শরীফ মামুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, পৌর যুবলীগ নেতা কাজী আল রাফি, গাজী কাজল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ্, পৌর ছাত্রলীগ সভাপতি জোবায়ের হোসেন শুভ, সাধারণ সম্পাদক জামশেদ হোসেন নয়ন, চৌদ্দগ্রাম সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শামীম ফিরোজ, সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।