ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ধাপে তিনটি ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ ভর্তিচ্ছু। 

বুধবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তিনটি ধাপে চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। সবগুলো ইউনিট মিলে আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে ৭১ হাজার ৪১০ ভর্তিচ্ছু।

তিনি আরো বলেন, তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া গতকাল মঙ্গলবার রাত ১২টায় শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষে আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রাথমিক আবেদন করা শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ পেয়েছিলো। 

আগেই জানানো হয়েছে, প্রতিটি ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’) ৭২ হাজার করে শিক্ষার্থী চূড়ান্ত আবেদন অর্থাৎ পরীক্ষায় বসার সুযোগ পাবে। 

নির্দিষ্ট সংখ্যা পূর্ণ না হওয়ার বিষয়ে জানতে চাইলে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, পূর্বেই ঘোষণা করা হয়েছিলো তিন ধাপে চূড়ান্ত আবেদন নেয়া হবে। আমাদের তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তাই আর চূড়ান্ত আবেদন করার সুযোগ নেই। যারা আবেদন করেছে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এর আগে গত ১৫ জুন প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন শুরু হয়, যা শেষ হয় গত ২১ বিকাল ৬টায়। দ্বিতীয় ধাপের চূড়ান্ত ২২ জুন দুপুর ২টায় শুরু হয়ে শেষ হয় ২৫ জুন বিকেল ৬টায়। তৃতীয় অর্থাৎ সর্বশেষ ধাপের আবেদন ২৬ জুন দুপুর ২টায় শুরু হয়ে, শেষ হয় গতাকল মঙ্গলবার রাত ১২টায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে।