ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

অনশনের ৭২ ঘণ্টায় হাসপাতালে ১৬ শিক্ষার্থী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত ২৪ শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন শিক্ষার্থী। 

শনিবার (২২ জানুয়ারি) অনশনের ৭২ ঘন্টায় গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে তাদেরকে ভর্তি করানো হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা  জানান, আমাদের অনশনরত ২৪ শিক্ষার্থীর মধ্যে এরইমধ্যে ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা খুব গুরুতর। এছাড়া যারা অনশনরত অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি হননি তাদের অবস্থাও তেমন ভালো না। 

শিক্ষার্থীরা আরো জানান, দাবি যদি মেনে নেয়া হয়, যারা অসুস্থ হয়েছেন তারা অনশন ভাঙলেও পরিপূর্ণ সুস্থ হতে অন্তত এক মাস সময় লাগবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অনশনরত শিক্ষার্থীরা যারা হাসপাতালে আছেন তাদেরকে দ্রুত অনশন ভাঙাতে হবে। না হলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে পড়বে। আইসিইউতে ঢুকিয়েও ফিরানো যাবে না।

এছাড়া শিক্ষার্থীরা আরো জানান, প্রশাসনের নির্দেশে ক্যাম্পাসের ভিতরের টং গুলোও বন্ধ করে দেয়া হবে বলে জানায় টংয়ের মামারা। যাতে আমরা যারা আন্দোলন করছি তারা খাবার খেতে না পারি।

এদিকে অনশন শুরু হওয়ার পর থেকেই কয়েক দফায় শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। তারা আলোচনা করার আহ্বান জানায়। শিক্ষকরা আন্দোলনে একাত্মতা পোষণ না করলে তাদের কোনো কথা শুনতে চায় না বলে জানায় শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, ভিসির মদদ ছাড়া কোনোভাবেই পুলিশ হামলা চালাতে পারে না। যেই ভিসি পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় সেই ভিসিকে পদত্যাগ করতেই হবে। 

জানা যায়, হলে অব্যবস্থাপনা ও হল প্রভোস্টের অসদাচরণে হল প্রভোস্টের পদত্যাগ সহ তিন দফা দাবিতে গত ১৩ জানুয়ারি থেকে টানা দশ দিনের মতো আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। দাবি আদায় না করায় গত রোববার বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ভিসিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে ভিসির মদদে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীদের উপর এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ভিসি পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে।

এদিকে গতকাল আন্দোলনের নবম দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে ফোনে কথা বলে শিক্ষার্থীরা। এসময় শিক্ষামন্ত্রী তাদের মধ্য হতে একটি প্রতিনিধি দল ঢাকায় যাওয়ার কথা বলেন। শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের ছেড়ে কোনোভাবেই ঢাকা গিয়ে আলোচনা করতে চায় না বলে জানায়।