ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার
  • মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩  

কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সহিদুল ইসলাম কাউছার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে মাঝিগাছা সিঙ্গাপুর গলির রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকার নোয়াব আলী মুন্সি বাড়ির শওকত হোসেনের পুত্র। তারা কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতো বলে জানা গেছে।

স্থানীয় সূত্র বলছে, টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শুক্রবার বিকেল তিনটার দিকে ১০/১২ জন যুবক কাউসারকে ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যদিও অপর একটি সূত্র বলছে, মাদক ও জুয়ার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেনি। পুলিশ বলছে, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেÑ তারা খোঁজে বের করা হবে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। কাউসারের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, শুনেছি আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কিসের আধিপত্য তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমাদের তদন্ত চলছে, কেন এই হত্যাকাণ্ডÑতা বের করে জড়িতদের গ্রেফতার করা হবে।

নিহত কাউসারের মা পান্না বেগম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হৃদয় নামে একজন ফোন করে কাউসারকে নিয়ে যায়। এরপর বিকাল চারটার দিকে পাখি নামে অপর একজন কাউসারের বড়ভাই কাজলকে ফোন করে জানায় কারা যেনো কাউসারকে মারধর করেছে এবং তাকে কুচাইতলী (কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল) নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমরা হাসপাতালে গিয়ে দেখি কাউসারের লাশ পড়ে আছে।
তিন্নি কান্না জড়িত কণ্ঠে সন্তান হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।