ব্রেকিং:
পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় জরিমানা পুরোপুরি বন্ধ হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন রোহিঙ্গাদের বাইরে কাজের সুযোগ দেবে না বাংলাদেশ বরিশালে নৌকার প্রশ্নে একাট্টা আওয়ামী লীগ নৌকায়ই চড়বে শরিকরা আখাউড়া-আগরতলা রেলরুট এ মাসেই ট্রায়াল রান, উদ্বোধন সেপ্টেম্বরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রীর আমেরিকায় না গেলে কিছু যায় আসে না আরও মহাদেশ আছে বুড়িচংয়ে জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খাঁন এর অফিস উদ্বোধন পরিবেশ সুরক্ষায় প্রাণ আরএফএল এর `লেটস সেভ দ্য প্ল্যানেট’ চান্দিনায় চার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নবাব ফয়জুন্নেছার বাড়িকে জাদুঘর বানানো হবে--সংস্কৃতি প্রতিমন্ত্রী ছাত্রকে নির্যাতনের পর টিসিও দিলেন প্রধান শিক্ষক! হেলমেটের ক্যামেরায় ধরা পড়ল ছিনতাইয়ের দৃশ্য, গ্রেপ্তার ৫ খন্দকার মোশতাকের নামের সঙ্গে মিল, এমপিকে নাম বদলাতে অনুরোধ বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়: আনিসুল হক হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু চাঁদপুরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরল বড় বোনকে, তলিয়ে গেল দুজনই প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরল বড় বোনকে, তলিয়ে গেল দুজনই
  • বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

দেশে বিদেশিদের তিন প্রতারণা, ফাঁদে পড়লেই পকেট ফাঁকা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২  

একটি বক্সে বিপুল পরিমাণ ডলার রয়েছে। এতে টাকা রাখলেই সমপরিমাণ ডলার বেরিয়ে আসবে। কিন্তু ডলার বের হওয়ার কোনো নাম গন্ধ নেই। উল্টো টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় প্রতারক চক্র। এ চক্রে রয়েছে ১১ বিদেশি নাগরিক এবং এক বাংলাদেশি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবশেষে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা জানান।

গ্রেফতাকৃতরা হলেন- হেনরি ওসিতা ওকেচুকু, চিসম ইমানুয়েল ওবাইজুলু, ওকাকে পিটার, ওবিনা সান্ডে, ওনেকা এমবা, চিছম এন্থনি ইকুয়েনযে, ওকেয়া আজুবিকে, অনুয়ারাহ ওযুয়েমেনা ডানিয়েল, অনুরুকা জিনিকা ফ্রান্সিস, লুকে, ডোমাডু চিনেডো ও বাংলাদেশি সহযোগী ভুয়া কাস্টমস অফিসার চাঁদনী আক্তার।

তাদের কাছ থেকে একটি ‘ডলার ট্রিক’ মেশিন, সিলভার কাপড়ে মোড়ানো ১৮টি বান্ডেল, প্রতারণায় ব্যবহৃত ১৭টি মোবাইল, দুটি ল্যাপটপ, কেমিক্যালের বোতল ও বিভিন্ন মামলার ওয়ারেন্টের কপি উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, চক্রের সদস্যরা অভিনব ‘ডলার ট্রিকের’ বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপ-আমেরিকার নাগরিক হিসেবে ভুয়া পরিচয়ে আইডি খুলে বিভিন্নভাবে প্রতারণা চালায়। বন্ধু হিসেবে সখ্যতা গড়ে উপহার পাঠানোর নামে বা বিনিয়োগের প্রলোভনে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

এ কে এম হাফিজ আক্তার বলেন, প্রতারক চক্রটির প্রধান নাইজেরিয়ান নাগরিক হেনরি ওসিতা ওকেচুকু ও চিসম ইমানুয়েল। এ দুইজনই মূলত বাংলাদেশি সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা বণ্টনের দায়িত্ব পালন করেন। অন্য সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে থাকেন।

এ কে এম হাফিজ আক্তার জানান, চক্রের সদস্যরা টার্গেট ব্যক্তিদের বিশ্বাস করানোর চেষ্টা করতেন যে, বাক্সে টাকা রাখলেই কয়েক ঘণ্টার মধ্যে ডলার হয়ে বেরিয়ে আসবে। টাকা পেলেই তারা সরে পড়তেন।

তিনি আরো জানান, ডলার প্রতারণার বাইরে চক্রের সদস্যরা ফেসবুকে বিভিন্ন বিদেশি পুরুষের আইডি খুলে নারীদের সঙ্গে এবং বিভিন্ন বিদেশি মেয়েদের নামে আইডি খুলে পুরুষদের সঙ্গে চ্যাটিংয়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। পরে অঢেল সম্পত্তির কিছু অংশ বাংলাদেশি বন্ধুকে দেওয়া বা দামি উপহার পাঠানোর কথা জানান। উপহার হিসেবে আসা হাজার হাজার পাউন্ড বা ডলার ছাড়াতে সুযোগ বুঝে ১০-১২ লাখ টাকা দাবি করেন ভুয়া কাস্টমস অফিসার চাঁদনি।

প্রতারণার আরেকটি কৌশলের কথা উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, চক্রের সদস্যরা ইউরোপ-আমেরিকার সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহের কথা জানান লক্ষ্য করা ব্যক্তিকে। পরে বাংলাদেশে উপহার পাঠিয়েছেন বা লক্ষ্য করা ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করবেন-এমন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেন।