ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪  

আজ মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০২৪ ইং। ২২ শ্রাবণ, ১৪৩১ বাংলা। ৩০ মহররম, ১৪৪৬ হিজরি। আজ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৮তম (অধিবর্ষে ২১৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৫১ দিন বাকি রয়েছে।

ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

ঘটনাবলী

১৮২৫ - ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৯০ - নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্‌ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৪ - মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে তুরস্কের লোজান চুক্তি (Traité de Lausanne) কার্যকরী হয়।
১৯৪৫ - মিত্র শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারোমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
১৯৬২ - যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।
১৯৯১ - ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ।
১৯৯৬ - ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।

জন্ম

১৮০৯ - আলফ্রেড, লর্ড টেনিসন, ইংরেজ কবি। (মৃ. ১৮৯২)
১৮৬৫ - হান্নাহ চ্যাপলিন, ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মাতা। (মৃ. ১৯২৮)
১৮৮১ - অ্যালেকজান্ডার ফ্লেমিং, স্কটিশ জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ.১৯৫৬)
১৮৮৪ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক । (মৃ.২৭/০২/১৯৬৫)
১৯১১ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৪)
১৯১১ - লুসিল বল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক। (মৃ. ১৯৮৯)
১৯১৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। (মৃ. ১৯৯৭)
১৯২৮ - অ্যান্ডি ওয়ারহল, মার্কিন ভিজুয়াল আর্ট আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৭)
১৯২৯ - আবদুল গফুর হালী, বাংলাদেশী গীতিকার, সুরকার ও লোকশিল্পী। (মৃ. ২০১৬)
১৯৬২ - মিশেল ইয়ো, মালয়েশীয় অভিনেত্রী।
১৯৭০ - এম নাইট শ্যামালান, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৭৩ - ভেরা ফারমিগা, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ও প্রযোজক।
১৯৮৪ - জেসি রাইডার, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

মৃত্যু

১৬৩৭ - ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসন।
১৬৬০ - দিয়েগো বেলাসকেস, স্পেনীয় চিত্রশিল্পী। (জ. ১৫৯৯)
১৮৭৩ - বাঙালী লেখক,সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র।(জ.১৮২২)
১৯২৫ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।(জ.১০/১১/১৮৪৮)
১৯৫৭ - নোবেলজয়ী [১৯৩২] মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়ির।
১৯৫৯ - মোহাম্মদ হোসেন খসরু, ভারতীয় সঙ্গীতজ্ঞ। (জ. ১৯০৩)
১৯৭৩ - ফুলগেনসিও বাতিস্তা, কিউবার রাষ্ট্রপতি, একনায়ক ও সৈনিক নেতা। (জ. ১৯০১)
১৯৮১ - ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ। (জ.২০/১০/ ১৯১৪)
২০০২ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। (জ. ১৯৩০)
২০০৪ - সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্ত।
২০২০ - শ্যামল চক্রবর্তী , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য , বামফ্রন্ট সরকারের পরিবহন মন্ত্রী(১৯৮২-১৯৯৬), রাজ্যসভা সদস্য (২০০৮-২০১৪) , ভারতের ছাত্র ফেডারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি( ১৯৭৩-১৯৭৯) ।