ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তরুণদের কাছে দুঃখ প্রকাশ পলকের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ আগস্ট ২০২৪  

ইন্টারনেট বন্ধ থাকার সময় তথ্যপ্রযুক্তি খাতের সংকট ও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি, এই খাতের সংকট কাটিয়ে ওঠার জন্য প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, মেন্টরশিপ এবং আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে অ্যামটব, বেসিস, বাক্কো, আইএসপিএবি, বিসিএস, ই-ক্যাবসহ টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পলক। বৈঠকে তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পলক বলেন, সাম্প্রতিক ঘটনায় মন্ত্রণালয় ও বেসরকারি খাত মিলিয়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। আমাদের আইসিটি এবং টেলিকম সেক্টর অনেকটাই বিদেশি গ্রাহক নির্ভর। এই অবস্থায় সফটওয়্যার রপ্তানিকারকদের আস্থার সংকট তৈরি হয়েছে। ফ্রিল্যান্সারদেরও বৈদেশিক আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, বাংলাদেশ কম্পিউটার সমিতি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আইএসপিএবি, বেসিস, বাংলাদেশ আউটসোর্সিং অ্যান্ড কনট্যাক্ট সেন্টার অর্গানাইজেশনসহ বেসরকারি খাতের ব্যবসায়িক নেতাদের সাথে আলোচনা হয়েছে। সংকটকালীন সময়ে তাদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদের একটি আইডেন্টিটি এবং রেজিস্ট্রেশন সিস্টেম করে দিয়েছেন। ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ইনসেন্টিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রীকে অনুরোধপত্র দিয়েছেন যাতে সাত লাখ ফ্রিল্যান্সার দ্রুত ইনসেন্টিভ পেতে পারেন।

তরুণদের মেধা ও প্রযুক্তির শক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে একটি প্রগতিশীল উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট সম্পূর্ণ ব্যাহত না হওয়ার জন্য ব্যবসায়িক নেতাদের পরামর্শ নেওয়া হয়েছে। ব্যাংকিং সেক্টরে যেভাবে ইন্টারনেট সেবা চালু রাখতে পেরেছি, এমএফএস সেক্টরে তা কেন সম্ভব হয়নি, সেই বিষয়েও আলোচনা হয়েছে।