ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

হলদে পরী নোয়াখালী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

এক হলুদ দেশের হলদে পরী আসে সদা মনে, সে শিশির ভেজা শুভ্র গোলাপ আমার মন কাননে। সে হিম রজনীর জ্যোৎস্না মাখা সিক্ত সরষে ফুল, সে নীল জোনাকি, গানের পাখি বাদলা হাওয়ার দোল।

কবির এ কথার বাস্তবতার রূপ মিলেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকায়। ছোট ফেনী নদীর দুকুল জুড়ে যে দিকে তাকাবেন হৃদয় ছুঁয়ে যাবে (সরষে ফুলের) হলুদের মনোমুগ্ধকর দৃশ্যে। 

সরেজমিনে কথা হয় সরিষা চাষি মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, এলাকার অনেকের সঙ্গে তিনিও সরিষা চাষে আগ্রহী হয়েছেন। তিনি এবার দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। ফসলের বর্তমান অবস্থা অনুযায়ী আট থেকে ১০ মণ সরিষার ফলন পাওয়া যাবে বলে জানান আব্দুর রাজ্জাক।

একই এলাকায় চাষি মো. আব্দুর রহমান জানান, এবার প্রাথমিকভাবে পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত সরিষার অবস্থা ভালো রয়েছে। তবে উপজেলা কৃষি অফিসের ভালো পরামর্শ পেলে আমরা আরও অধিক পরিমাণ জমিতে সরিষা চাষ করতাম। তিনি জানান, এবার প্রায় ৪০ হাজার টাকার মতো সরিষা বিক্রি করতে পারবেন। 

সরিষা ক্ষেত দেখতে নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসেন কোম্পানীগঞ্জের মুছাপরে। নুর উদ্দিন মুরাদ নামে কোম্পানীগঞ্জের স্থানীয় এক সংবাদ কর্মী জানান, জেলার বিভিন্ন স্থান থেকে মুছাপুর সিবিচ দেখার মতো সরিষা ক্ষেত দেখতেও ভিড় জমান দর্শনার্থীরা। মুছাপুর সিবিচের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে চাষিদের সরষে ক্ষেতগুলো।

বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পুষ্পেন্দু বড়ুয়া জানান, এবার অনেক কৃষকই সরিষা চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু সময়মতো চাষাবাদস্থল উপযোগী ছিল না বলে অনেক কৃষক সিদ্ধান্ত বদলে মুগ, ভুট্টা, চিনা বাদাম, সূর্যমুখী ও গম চাষ করেছেন। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২৫ হেক্টর জমিতে যে সরিষা চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে মনে করেন তিনি।